ট্রেন ধরতে এসে প্ল্যাটফর্মেই অসুস্থ হয়ে পড়েছিলেন যাত্রী। সিপিআর দিয়ে তাঁর প্রাণ বাঁচালেন রেলপুলিশের এক মহিলা কনস্টেবল। ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দবিহার স্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মের মেঝেয় অজ্ঞান হয়ে শুয়ে রয়েছেন এক মহিলা যাত্রী। তাঁর দু’পাশে আরপিএফের দু’জন মহিলা কনস্টেবল। তাঁদের মধ্যে অসুস্থ যাত্রীকে ক্রমাগত সিপিআর দিয়ে চলেছেন এক জন। আর এক জন হাত ধরে রেখেছেন। অসুস্থ যাত্রীর মাথা এবং পায়ের কাছে বসে রয়েছেন এক পুরুষ ও মহিলা। বেশ কিছু ক্ষণ সিপিআর দেওয়ার পর ধীরে ধীরে জ্ঞান ফেরে মহিলার। তাঁর চোখে-মুখে জল ছেটানো হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মহিলা কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মহিলা কনস্টেবলদের কুর্নিশ জানাই।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই অফিসারদের ধন্যবাদ। এরাই আসল নায়ক।’’