কলেজের মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন পড়ুয়া। ফিল্ডিং করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। আর উঠলেন না। ক্রিকেট খেলতে খেলতে মৃত্যু হল ২১ বছর বয়সি ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে। মৃত পড়ুয়ার নাম বিনয় কুমার। তেলঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা তিনি। পড়তেন হায়দরাবাদের মেডচাল এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। বিনয়ের মৃত্যুর ঘটনার একটি ভি়ডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের করা হয়েছিল। সেই খেলা চলাকালীনই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজের মাঠে ক্রিকেট ম্যাচ চলছে। খেলছেন এক দল পড়ুয়া। তাঁদের মধ্যে ব্যাটারের একদম সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন এক তরুণ। ব্যাটারের ব্যাটে বল লাগতেই এগিয়ে আসেন তিনি। কিন্তু বল বাউন্ডারির দিকে যাওয়ায় তিনি নিরাশ হয়ে মাথায় হাত দেন। এর পর নিজের জায়গায় ফিরে যান। তবে পরের বল আসার আগেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি। তাঁকে দেখে বাকি পড়ুয়ারা দৌড়ে আসেন। তরুণকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু তিনি আর উঠতে পারেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবর অনুযায়ী, ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে সঙ্গেই। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তরুণের। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রেবন্ত চিথালুরি’ নামে এক্স হ্যান্ডল থেকে। বহু নেটাগরিক সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তরুণের পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার কমবয়সিদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।