Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Viral Video

বিদ্যুতের খুঁটিতে চড়ে তারের ‘বিছানা’য় ঘুমিয়েই পড়লেন! মত্ত যুবকের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভরদুপুরে একটি বিদ্যুতের খুঁটির উপর চড়ে বেশ কয়েকটি তারের উপর আড়াআড়ি ভাবে শুয়ে ঘুমোচ্ছেন এক যুবক। তাঁর পরনে গোলাপি টিশার্ট এবং হাফ প্যান্ট।

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১১:৪৩
Share: Save:

হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন মত্ত যুবক! শুধু বিদ্যুতের খুঁটির মাথায় উঠেই ক্ষান্ত হননি, বৈদ্যুতিক তারকে ‘বিছানা’ করে ঘুমিয়েও পড়েন তিনি। অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার এম সিঙ্গিপুরম গ্রামের ঘটনা। গত মঙ্গলবারের ওই ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মত্ত যুবকের বৈদ্যুতিক তারের উপর ঝুলে ঘুমোনোর ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভরদুপুরে একটি বিদ্যুতের খুঁটির উপর চড়ে বেশ কয়েকটি তারের উপর আড়াআড়ি ভাবে শুয়ে ঘুমোচ্ছেন এক যুবক। তাঁর পরনে গোলাপি টিশার্ট এবং হাফ প্যান্ট। চোখে যাতে রোদ না লাগে তার জন্য হাতে করে চোখ ঢাকা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। যুবককে দেখে রাস্তায় ভিড় জমে গিয়েছে। তাঁকে ঘুম থেকে তুলতে ডাকাডাকিও শুরু করেছেন স্থানীয়েরা। কিন্তু কোনও লাভ হয়নি। ঘুম ভাঙেনি মত্ত ওই যুবকের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ‘তেলুগু স্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। অনেকে অনেক মজার মজার মন্তব্য করেছেন। ভিডিয়োটি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

সংবাদমাধ্যম নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, মত্ত ওই যুবক যখন বিদ্যুতের খুঁটিতে উঠতে শুরু করেন তখনই তাঁকে আটকানোর চেষ্টা করেন স্থানীয়েরা। কিন্তু তিনি কারও কথা শোনেননি। যুবক বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন ভেবে আগেভাগেই ট্রান্সফরমারটি বন্ধ করে দেন গ্রামবাসীরা। এর পর ওই যুবক খুঁটিতে চড়ে, তারের উপর শুয়ে পড়েন। মাঝ আকাশেই ঝুলে ঘুমিয়েও পড়েন। অনেক ডাকাডাকির পরেও নীচে না নামায় স্থানীয়েরা জোর করে নীচে নামিয়ে আনেন তাঁকে। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

অন্য বিষয়গুলি:

Viral Video Instagram Viral Viral Story Viral Post Andhra Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy