জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তরুণ। তাই বিয়ের অনুষ্ঠানে শখ করে ড্রোন ভাড়া করেছিলেন। কথা ছিল মালাবদলের আগে সেই ড্রোনই তাঁকে মালা পৌঁছে দেবে। কিন্তু তা করতে গিয়েই বিপত্তি। মালা হাতে পৌঁছলেও টাল সামলাতে পারল না ড্রোন। উঁচু মঞ্চে দাঁড়িয়ে থাকা পাত্রের সামনে গোত্তা খেয়ে পড়ে গেল উড়ানযন্ত্রটি। অল্পের জন্য আহত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন তরুণ বর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে পাত্র এবং পাত্রীর মালাবদলের আগের মুহূর্তে হইহই পড়ে গিয়েছে। পাত্রীর হাতে মালা থাকলেও বরের হাতে কোনও মালা নেই। তখনই আত্মীয়স্বজনদের চমকে দিয়ে মালা নিয়ে উড়ে আসতে দেখা যায় একটি ড্রোনকে। ড্রোনটি মালা নিয়ে তাঁর কাছে পৌঁছোতেই হাত বাড়িয়ে সেটি নেওয়ার চেষ্টা করেন বর। মালা তাঁর হাতে এলেও ড্রোনটি এগিয়ে গিয়ে ধাক্কা খায় বরের মঞ্চে। বিকল হয়ে যায় সেটি। হতবাক হয়ে যান তরুণ বর। যিনি ড্রোন নিয়ন্ত্রণ করছিলেন তাঁর দিকেও অবাক দৃষ্টিতে তাকান তিনি। এর পর ভাঙা ড্রোনটি তুলে ড্রোনের মালিকের হাতে তুলে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ‘রবি¬_আর্য_৮৮’ নামে হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে ৩০ হাজারেরও বেশি। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার পাত্রের গায়ে ড্রোনটি লাগলে কী হত তা নিয়েও আলোচনা শুরু করেছেন।