জলাশয়ের চারধারে দল বেঁধে ঘোরাঘুরি করছিল ওয়াইল্ডবিস্টেরা। হঠাৎ জল থেকে লাফিয়ে উঠল একটি কুমির। একটি ওয়াইল্ডবিস্টের পা ধরে জলে টেনে নিয়ে গেল সে। তার পর চতুষ্পদের চোয়ালে জোরে কামড় বসায় কুমিরটি। প্রাণরক্ষার জন্য কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করল ওয়াইল্ডবিস্টটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ওয়াইল্ডবিস্টকে শিকার করে তাকে জলে টেনে নিয়ে যাচ্ছে এক কুমির। ওয়াইল্ডবিস্টের চোয়াল কামড়ে ধরে রয়েছে কুমিরটি। শিকার করে তা হাতছাড়া করতে চাইছে না হিংস্র সরীসৃপ।
শিকারির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল ওয়াইল্ডবিস্টটি। শত চেষ্টা করেও সফল হচ্ছিল না সে। তবে হাল ছাড়ার পাত্র নয় চতুষ্পদটি। শিকারির মাথায় পা দিয়ে লাথি মারতে শুরু করে সে। কুমিরের মুখ থেকে চোয়াল টেনে বার করার প্রাণপণ চেষ্টা করতে থাকে ওয়াইল্ডবিস্টটি। জলাশয়ের ধারে দাঁড়িয়ে থেকে চতুষ্পদের বন্ধুরা কুমিরের সঙ্গে তার লড়াই দেখে। শেষ পর্যন্ত হিংস্র সরীসৃপের সঙ্গে ধুন্ধুমার লড়াই করে মুক্তি পায় ওয়াইল্ডবিস্টটি।