নদীতে জল খেতে নেমেছিল একটি গরু। তাকে দেখে সে দিকেই এগিয়ে গেল একটি কুমির। জলের তলায় ঘাপটি মেরে ছিল সে। গরুর সামনে আসতেই জল পান করতে করতে কুমিরের মুখে চুমু খেয়ে বসল গরুটি। আদর খেয়ে রীতিমতো চটে গেল কুমির। মুখ হাঁ করে কামড়ানোর জন্য লাফ দিল সে। গরুটি আর যায় কোথায়! লেজ গুটিয়ে সেখান থেকে দিল দৌড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘দ্যইনট্রিক্রোকোডাইলট্যুরস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জল পান করতে নদীর পারে নেমেছিল একটি গরু। গায়ের রং কুচকুচে কালো তার। গরুকে জলে নামতে দেখেই সে দিকে এগিয়ে গেল একটি কুমির। জলের তলায় ঘাপটি মেরেই ছিল সে। গরুর কাছে যেতেই মুখটা সামান্য উঁচু করল কুমিরটি।
জল পান করা ছেড়ে দিয়ে কুমিরের মুখে চুমু খেল গরু। আদর খেয়েই যেন রেগে আগুন হয়ে গেল কুমিরটি। আদরের মর্ম না বুঝে গরুকে কামড়ানোর জন্য মুখ হাঁ করে জল থেকে লাফিয়ে উঠল সে। ভয় পেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল গরুটি। কুমিরটিও আর গরুর পিছনে গেল না। জলের মধ্যেই ডুবে গেল সে। এই ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আহা রে! কত ভালবেসে আদর করছিল গরুটি। রেগেমেগে একশেষ হয়ে গেল কুমিরটি।’’