ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
এডগার রাইস বুরোসের সৃষ্টি কাল্পনিক চরিত্র টারজ়ানের সঙ্গে পরিচিত নন, এমন মানুষ পৃথিবীতে কমই আছেন। আফ্রিকার জঙ্গলে পশুপাখিদের মধ্যে বেড়ে ওঠা টারজ়ান পরিচিত তাঁর অতুলনীয় গতি এবং ঝুলে ঝুলে এক গাছ থেকে অন্য গাছে পৌঁছনোর জন্য। সেই একই কাজ করে খ্যাতি কুড়িয়েছেন বিহারের এক যুবকও। নেটদুনিয়ায় তিনি পরিচিত ‘বিহারের টারজ়ান’ নামে। তাঁর বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি তার মধ্যে ঝড় তুলেছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় মোটরবাইকের পাশাপাশি দৌড়তে দেখা গিয়েছে তাঁকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঢালাই রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে একটি বাইক। ঠিক তার পাশেই খালি গায়ে দৌড়চ্ছেন সুঠাম যুবক। বাইকের গতির সঙ্গে গতি মিলিয়ে ছুটছেন তিনি। এক বারও সুযোগ দিচ্ছেন না বাইক আরোহীকে এগিয়ে যাওয়ার। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে অনুপ্রেরণাও পেয়েছেন নেটাগরিকদের একাংশ। বিহারের ওই যুবকের শারীরিক গঠন এবং গতি দেখে অনেকেই তাঁর সঙ্গে টারজ়ানের তুলনা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy