বলিউডের ‘হিম্যান’ বলে কথা! সে তাঁর বয়স নব্বই ছুঁইছুঁই হোক না কেন, মনে মনে এখনও তরুণ তিনি। এই বয়সে এসেও যদি বড় পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে পারেন, তা হলে নায়কের বয়সই বা বাড়ে কী করে? সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেই ভিডিয়োয় তাঁকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন অবতারে। পরনে টি শার্ট, মাথায় টুপি। এমন বেশেই সুইমিং পুলে নেমে পড়েছেন তিনি। জলে নেমে সাঁতার কাটার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। তার পরেই ঝড় উঠেছে সেই ভিডিয়োর মন্তব্যের পাতায়।
আরও পড়ুন:
৮৯ বছর বয়সি অভিনেতাকে জলকেলি করতে দেখে সেই ভিডিয়োয় ভালবাসা জানিয়েছেন তাঁর সন্তানেরাও। ‘ফিল্মিজ্ঞান’ নামের অ্যাকাউন্ট থেকেও একটি ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ধর্মেন্দ্রের উদ্দেশ্য সাঁতার কাটা নয়। বরং সুইমিং পুলে নেমে শরীরচর্চা করছেন তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে সুইমিং পুলে রয়েছেন এক তরুণ।
পিছন থেকে ধর্মেন্দ্রকে জড়িয়ে ধরে পায়ের ব্যায়াম করার নির্দেশ দিচ্ছেন তিনি। তিনি ধর্মেন্দ্রের শরীরচর্চার প্রশিক্ষক। তাঁর নির্দেশ মেনেই জলে নেমে বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন ধর্মেন্দ্র।
২০২৩ সালে কর্ণ জোহরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। এই ছবির একটি দৃশ্যে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মিকে চুমু খেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ নামের হিন্দি ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে।