বিছানার উপর ঘোরাফেরা করছিল দু’টি হাঁস। একটি হাঁসের রং কালো। অন্যটির রং সাদা। দু’টি হাঁস দেখে বিছানায় লাফিয়ে উঠল একটি বিড়াল। তার পর সাদা হাঁসের গলা জড়িয়ে ধরল সে। কামড় দেওয়ার জন্য নয়। বরং হাঁসের গলা ধরে আদর করতে থাকল মার্জারটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ক্যাট্স.লাভার.গ্রাম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাদা হাঁসের গলা জড়িয়ে ধরে রয়েছে একটি বিড়াল। সামনের দুই পা দিয়ে হাঁসের গলা চেপে ধরেছে সে। তার পর জিভ দিয়ে ক্রমাগত হাঁসটির গলা চেটে চলেছে বিড়ালটি। দেখে মনে হচ্ছে, যেন কোনও সুস্বাদু খাবার পেয়ে গিয়েছে সে।
হাঁসটিও চুপচাপ দাঁড়িয়ে বিড়ালের আদর খেয়ে যাচ্ছে। হঠাৎ আদর করা থামিয়ে কালো হাঁসটির দিকে তাকাল বিড়ালটি। তার পর সাদা হাঁসের গলা থেকে দুই পা নামিয়ে অন্য দিকে হেঁটে চলে গেল সে। মজার ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মন ভরে হাঁসটিকে আদর করছিল বিড়ালটি। অন্য হাঁসের উপস্থিতি খেয়াল করতে পেরে আদর থামিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে।’’