সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়। তার উপর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর, তা হলে তো কথাই নেই। সে রকমই একটি সাপের ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক তরুণের নাকে কামড় বসিয়েছে একটি সাপ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর হাতে ধরা একটি লম্বা লিকলিকে সাপ। সাপটিকে উপরে তুলে মুখের কাছে নিয়ে আসতেই বিপত্তি বাধে। তরুণের নাকে মোক্ষম কামড় বসায় সাপটি। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। তবে নাছোড়বান্দা সাপ সহজে ওই তরুণের নাক ছাড়তে রাজি হয়নি। কিছু ক্ষণ পর অবশ্য সাপটি তরুণের নাক ছেড়ে দেয়। সাপটি ছেড়ে দেওয়ার পর নাক কুঁচকে হাসতে থাকেন তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জেজেস্নেকস’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আবার দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য তরুণের নিন্দা করেছেন। নেটাগরিকদের একাংশের আবার দাবি, তরুণ ভাইরাল হওয়ার জন্যই ওই ভাবে সাপটিকে ধরেছিলেন এবং ইচ্ছা করেই সাপের কামড় খেয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, “গ্রহের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হচ্ছে মানুষ।” অন্য এক জন আবার লিখেছেন, “এই কারণেই মহিলারা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন।” তৃতীয় এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এটা ভালবাসার কামড় ছিল।”