হোটেলের সুইমিং- পুলে একে অপরকে জড়িয়ে ধরে জলে ভাসছিলেন এক তরুণ- তরুণী। তাঁদের মাথার দিকে বসেছিলেন এক বৃদ্ধ। হঠাৎ করেই কী যেন টের পেয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। তিনি স্থির হয়ে দেখতে শুরু করলেন আশপাশের পরিবেশের বদল ঘটতে শুরু করেছে। একে অপরকে আলিঙ্গন করে জলে ভাসতে থাকা তরুণ তরুণীও বুঝতে পারলেন পুলের জল কাঁপতে শুরু করেছে। তাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে ভূমিকম্পের চোটে পুলের জলে কাঁপন শুরু হয়ে যায়। গগনচুম্বী বহুতলের উপরের দিকে অবস্থিত এই পুলটির জলটি উথালপাতাল হতে শুরু করে। ঘটনাটি ২৮ মার্চ তাইল্যান্ডের ব্যাঙ্ককের। বেগতিক দেখে জল থেকে ওঠার চেষ্টা করতে থাকেন জলে থাকা তরুণ-তরুণী। টেউয়ের ধাক্কায় প্রায় ভেসে যাওয়ার জোগাড় হয় তাঁদের। পুলের উপরে থাকা বৃদ্ধ আতঙ্কে দৌড়তে থাকেন। ততক্ষণে জলের ঢেউ আছড়ে পড়ে পুলের বাইরে। প্রবলভাবে দুলতে থাকে বহুতলটি। সমস্ত অংশে জল ভর্তি হয়ে যায়। দিশেহারা হয়ে ছুটতে থাকেন ওই যুগল।
এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ২ মিনিটের ভিডিয়োয় ধরা পড়েছে সমুদ্রের জলের মতো ফুঁলে উঠছে সামান্য পুলের জলই। ভিডিয়োটি পোস্ট করার একদিনের মধ্যেই সেটি ৮০ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে।