জঙ্গলের ভিতর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছে ‘বনের রাজা’। পাশে রয়েছে তার সঙ্গিনী। তার শাবক খেলা করছিল অদূরেই। কিন্তু বাবা-মা আরাম করছে আর সে একা একা খেলছে তা বেশি ক্ষণ পোষাল না সিংহশাবকের। তাই পা টিপে টিপে এগিয়ে গেল সিংহের দিকে। ভয় দেখিয়ে বিশ্রামভঙ্গ করল তার। চমকে উঠল সিংহীও। পাছে সে বকা খায় তাই মায়ের কাছে আদুরে ভঙ্গিতে ধরা দিল শাবকটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ধরা পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিটারএনদুনগু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি উত্তর কেনিয়ার সামবুরু জাতীয় উদ্যানের। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ভিতর এক সিংহ ঘুমাচ্ছে। তার পাশে শুয়ে রয়েছে এক সিংহী। সে-ও নিদ্রামগ্ন। তাদের দিকেই ধীর পায়ে এগিয়ে যাচ্ছে এক সিংহশাবক। সিংহের মুখের কাছে গিয়ে ভয় দেখাল তাকে। হঠাৎ চমকে গিয়ে ঘুম ভেঙে গেল সিংহের।
শাবকের কাণ্ড দেখে ঘুম ভেঙে গেল সিংহীর। তখন-ই গুটি গুটি পায়ে সিংহীর কাছে গিয়ে তার গলায় নিজের মাথা ঘষে আদর খেতে শুরু করল শাবকটি। সিংহীও তার শাবককে আদরে ভরিয়ে দিল। ঘুমভাঙা চোখে সেই দৃশ্য বসে বসে দেখল সিংহটি। আদর খাওয়ার পর সেখান থেকে হেলেদুলে চলে গেল সিংহশাবক। তার পর কিছুটা দূরে গিয়ে নিজেই শুয়ে পড়ল।