ভালুককে এড়িয়ে চলে না এমন প্রাণী বোধহয় কমই আছে। তীক্ষ্ম নখের ভয়ে বাঘও সাধারণত ভালুকের কাছে ঘেঁসতে সাহস পায় না। ভালুকের আক্রমণ বড় মারাত্মক। তেমনই একটি ভালুকের আক্রমণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ভালুককে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার পর সে পাল্টা আক্রমণ করে বসেছে এক ব্যক্তিকে। খাঁচার দরজা খোলা মাত্র সে বেরিয়ে উল্টোদিকে ঘুরে খাঁচার উপর দাঁড়ানো এক তরুণের দিকে তেড়ে যায়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি তোলা হয়েছে আর্মেনিয়ান পর্বতমালার একটি জায়গায়।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর একটি ভালুক উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাণী উদ্ধার কেন্দ্রে। ব্রিটিশ কৌতুকাভিনেতা রিকি গারভাইসের নামে নামকরণ করা হয় বন্যপ্রাণীটির। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর রিকিকে আর্মেনিয়ান পর্বতমালার উঁচুতে ছেড়ে দেওয়া হয়। তার মুক্তির খাঁচা থেকে ঘুরে নাটকীয়ভাবে যাঁরা তাকে মুক্তি দিল তাদের দিকেই তেড়ে যায়। খাঁচার খুলে দেওয়ার পর খাঁচার উপরের মানুষ দেখে লাফ দেয় রিকি। খাঁচাটি যে গাড়ির সঙ্গে আটকানো ছিল তাতে গিয়ে ধাক্কা খায় ভালুকটি। সেটি পড়ে যেতেই গাড়ির চালক গাড়ি চালিয়ে দেয়। খাঁচার উপর দাঁড়ানো যুবকটি গাড়ির ভিতরে পড়ে যান। ধাক্কা খেয়েও গাড়ি পিছু পিছু দৌড়তে থাকে ভালুকটি।
ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক মুহূর্ত দেরি হলে ভালুকটি মুক্তিদাতাকেই ফালাফালা করে দিত বলে মনে করছেন দর্শকরা। ‘আইএফএলসায়েন্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এক জন পোস্টে মন্তব্য করেছেন, ‘‘তরুণের ভাগ্য সদয় তিনি ট্রাক থেকে পড়ে যাননি।’’ অন্য এক জন লিখেছেন ‘‘রিকি নিজের স্বাধীনতা পেয়েও কৃতজ্ঞ হয়নি, সে প্রতিশোধ নিতে চেয়েছিল।’’