যাত্রীরা তাঁদের আসন পিছিয়ে বসতে পারবেন না বলেও জানালেন বিমানসেবিকা। প্রতীকী ছবি।
সবেমাত্র বিমানবন্দর থেকে আকাশপথে উড়ান দিয়েছে বিমান। উড়ানের পর যাত্রীরা গুছিয়ে বসেছেন। হঠাৎ বিমানের ভিতরে ঘোষণা শুনে চমকে উঠলেন যাত্রীরা। বিমানে কোনও রকম সুবিধা পেতে চাইলেই তার জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে। এমনটাই ঘোষণা করে জানালেন বিমানসেবিকা। টিকটক মাধ্যমে এই ঘটনার ভিডিয়োটি পোস্ট হওয়ার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি টেক্সাস থেকে ক্যালিফর্নিয়ার উদ্দেশে যাত্রা করছিল। এই ঘটনাটি কবেকার, তা জানা যায়নি। বিমান ছাড়ার কিছু ক্ষণ পর মুখের সামনে মাইক নিয়ে এক বিমানসেবিকা সকল যাত্রীকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন।
তার পর বলেন, ‘‘আপনাদের ফোন প্লাগ করার জন্য এই বিমানের ভিতর কোনও সকেটের ব্যবস্থা নেই। যদি সেই সুবিধা চান তা হলে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনকি গায়ে ঢাকা দেওয়ার জন্য কম্বল দেওয়ার পরিষেবা পাবেন না। তার জন্য সংস্থার তরফে অতিরিক্ত টাকা আদায় করা হবে।’’ যাত্রীরা তাঁদের আসন পিছিয়ে বসতে পারবেন না বলেও জানালেন বিমানসেবিকা।
যাত্রার সময় নাকি যাত্রীদের ইয়ার প্লাগও দেওয়া হয় না। সব কিছুর জন্যই স্পিরিট এয়ারলাইন্সের তরফে অতিরিক্ত টাকা আদায় করা হয়। বিমানসেবিকার এমন ঘোষণা শুনে যাত্রীদের মধ্যে হাসির রোল ওঠে। তার মাঝেই বিমানসেবিকা জানান যে, বিমানের মধ্যে বিনামূল্যে যাত্রীদের কেবল বরফ দেওয়া হয়। হাসিঠাট্টা করার পর অবশ্য যাত্রীদের উদ্দেশে উড়ান উপভোগ করতে বলেন বিমানসেবিকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy