নতুন বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন তরুণ। বাঁশের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন তিনি। হঠাৎ তাঁর কানে পৌঁছোল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের ছবির গান। কাজ থামিয়ে সেখানেই গান গেয়ে নাচতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে এই দৃশ্যের ভিডিয়ো পোস্ট করেছেন এক তরুণ।
আরও পড়ুন:
সম্রাট অন্ধেরিওয়ালা নামে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। বর্তমানে ব্রিটেনে থাকেন সম্রাট। তাঁর ক্যামেরাবন্দি ভিডিয়োয় এক বিদেশি তরুণকে হিন্দি গান গাইতে দেখা যায়। আসলে, ওই তরুণ গৃহনির্মাণের কাজের সঙ্গে যুক্ত। বাঁশের উপর উঠে সেই কাজই করছিলেন তিনি। হঠাৎ স্পিকারে বেজে উঠল শাহরুখ খান অভিনীত ‘কভি খুশি কভি গম’ ছবির গান ‘বোলে চুড়িয়া’।
জনপ্রিয় সেই হিন্দি গানটি কানে পৌঁছোতেই কাজ থামিয়ে দিলেন তরুণ কর্মী। বাঁশের উপর দাঁড়িয়েই গান গাইতে শুরু করলেন তিনি। শুধু তা-ই নয়, হাত ছড়িয়ে সাবধানতা অবলম্বন করে সেখানে দাঁড়িয়েই নাচতে শুরু করলেন তিনি। বিদেশি তরুণের এই ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সিনেমা-গান যে কোনও মানচিত্র মানে না, তা এই ভিডিয়োটি দেখে বোঝা গেল।’’