Advertisement
E-Paper

১৪ মাস ধরে নিখোঁজ, উদ্ধারের পর অপহরণকারীকে ছেড়ে যেতে কেঁদে ভাসাল একরত্তি

সন্ন্যাসীর বেশ ধারণ করে ভুয়ো পরিচয় নিয়ে থাকতেন অভিযুক্ত। পুনমের পুত্রকে নিজের পুত্র হিসাবে পরিচয় দিতেন তিনি।

Two year-old boy kidnapped refuses to leave abductor after staying 14 months together, said police

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৬:২৬
Share
Save

বয়স মাত্র ১১ মাস। এক বছর দু’মাস ধরে কোনও খোঁজখবর ছিল না সেই শিশুর। ১৪ মাস ধরে তল্লাশির পর অবশেষে অপহরণকারীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু অপহরণকারীকে কিছুতেই ছেড়ে যেতে রাজি হচ্ছিল না একরত্তি। মায়ের কোলে যাওয়ার পরেও কেঁদে ভাসিয়ে দিল সে। ঘটনাটি বুধবার উত্তরপ্রদেশের খাদার এলাকায় ঘটেছে। অভিযুক্তের নাম তনুজ চাহার।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা তনুজ। পেশায় পুলিশকর্মী তিনি। কিন্তু তাঁকে সাসপেন্ড করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। তার পর থেকে সাধুর বেশে যমুনার ধারে একটি কুঁড়েঘরে থাকতে শুরু করেন তিনি। পরিচয় গোপন রাখতে চুল-দাড়ি বড় রাখতে শুরু করেন তনুজ। উত্তরপ্রদেশ পুলিশ জানায়, পুনম পাণ্ডে নামে এক মহিলা এবং তাঁর ১১ মাসের পুত্রকে নিয়ে একসঙ্গে থাকতে চাইছিলেন তনুজ। কিন্তু তাঁর প্রস্তাবে রাজি হননি পুনম। তাই পুনমের পুত্রকে অপহরণ করেন তিনি।

পুলিশের দাবি, ১৪ মাস ধরে পুনমের পুত্রকে লুকিয়ে রেখেছিলেন অভিযুক্ত। সন্ন্যাসীর বেশ ধারণ করে ভুয়ো পরিচয় নিয়ে থাকতেন তিনি। পুনমের পুত্রকে নিজের পুত্র হিসাবে পরিচয় দিতেন অভিযুক্ত। তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত তনুজের খোঁজ পায় পুলিশ। পুলিশকর্মীরাও সন্ন্যাসীর বেশ ধারণ করে তনুজের কুঁড়েঘরের কাছাকাছি থাকতে শুরু করেন। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, তনুজ আসলে পুনমের দূরসম্পর্কের আত্মীয়। পুলিশ সূত্রে জানা যায়, তনুজকে গ্রেফতার করতে গেলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। আট কিলোমিটার পথ শিশুটিকে কোলে নিয়ে ছুটেছিলেন তনুজ। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তবে পুলিশ জানায়, গ্রেফতারির পর কিছুতেই তনুজের কাছ থেকে দূরে যেতে চাইছিল না পুনমের সন্তান। মায়ের কোলে যাওয়ার পরেও কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছিল সে। জল ছিল অভিযুক্তের চোখের কোণেও।

Viral Viral News Kidnap police

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।