৯৪ বছরের ঠাকুমা ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সবক’টির নাম লেখা রয়েছে। ছবি: টুইটার।
বইপোকাদের সংখ্যা ক্রমে কমে আসছে পৃথিবীতে। বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে এখন সকলের হাতে মোবাইল, ট্যাব, ল্যাপটপ। এ সবের দৌলতে পাল্লা দিয়ে কমছে বই পড়ার আগ্রহ। কিন্তু এখনও অনেকে আছেন যাঁদের বই পড়ার ইচ্ছে অনুপ্রেরণা জোগায়। সে রকমই একটি নথি টুইটারে শেয়ার করেছেন বেন মেয়ার্স নামে এক ব্যক্তি। তিনি শেয়ার করেছেন, কী ভাবে তাঁর ঠাকুমা গত ৮০ বছর ধরে যে ক’টি বই পড়েছেন তার প্রত্যেকটির হিসাব রেখেছেন।
My 94-year-old grandmother has kept a list of every book she ever read since she was 14 years old. Amazing archive of one person’s mind over nearly a century pic.twitter.com/Cu9znTgkJO
— Ben Myers (@_BenMyers_) March 20, 2023
বেন নিজে অস্ট্রেলিয়ার আলফাক্রুসিস ইউনিভার্সিটি কলেজের স্নাতক গবেষণা স্কুলের ডিরেক্টর। তিনি টুইটারে একটি নথির ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর ৯৪ বছরের ঠাকুমা ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সব ক’টির নাম লেখা রয়েছে। বেন লিখেছেন, “প্রায় এক শতাব্দী ধরে এক জন ব্যক্তির মনের আশ্চর্যজনক সংরক্ষণাগার।”
The total number of books listed is 1658 (nearly one per fortnight over 80 years). Not bad for a person who never had the opportunity to finish school. In a different world she would have studied philosophy at university
— Ben Myers (@_BenMyers_) March 21, 2023
বেনের ঠাকুমা যে ক’টি বই পড়েছেন সব ক’টির নাম লেখকের নাম-সহ সাল অনুযায়ী নথিভুক্ত করা রয়েছে। বেনের হিসাব অনুযায়ী, তাঁর ঠাকুমা গত ৮০ বছরে মোট ১,৬৫৮টি বই পড়েছেন। অর্থাৎ ১৫ দিনে গড়ে একটি করে বই পড়ে সম্পূর্ণ করেছেন বৃদ্ধা। বেন এ-ও লিখেছেন, “ঠাকুমা নিজের পড়াশোনা শেষ করার সুযোগ পাননি। এ রকম এক জনের পক্ষে এতগুলি বই পড়ে শেষ করা চাট্টিখানি কথা নয়।”
Thanks for all the interest in my grandmother’s reading! Here are a few more pages from this early period when she was a refugee in Germany, followed by her migration to Australia pic.twitter.com/IKOOcevgmA
— Ben Myers (@_BenMyers_) March 21, 2023
বেনের এই পোস্ট মুগ্ধ করেছে অনেক টুইটার ব্যবহারকারীকে। অনেক শেয়ার এবং রিটুইটও হয়েছে পোস্টটি। এ রকম বইপোকা আজকের যুগে বিরল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy