—প্রতীকী চিত্র।
যা নেই বা যা পাওয়া সম্ভব নয়, সেই জিনিসটিরই কাজ যখন অন্য কিছুর সাহায্যে জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া যায়, তাকে বলে জোগাড়যন্ত্র। ইন্টারনেটে তেমনই এক জোগাড়যন্ত্রের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে চমকে গিয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি কোনও এক মফস্বলী বাঙালি গৃহস্থের উঠোনের দৃশ্য। সেখানে বালতিতে জল ভরা হচ্ছে। তবে সেই জল কল থেকে পড়ছে না। পড়ছে একটি দাঁতের মাজনের টিউব থেকে!
সকালে দাঁত ব্রাশ করার সময় যে দাঁতের মজনের ঢাকনা খুলে হালকা চাপে ব্রাশে মাজন লাগিয়ে নেন। এই মাজনের টিউবটিও এক্কেবারে সেই রকম। শুধু মাজনর বদলে এর ঢাকনা খুললে বেরিয়ে আসে জলের ফোয়ারা। কী করে সম্ভব?
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে কল না থাকায় সরকারি জলের লাইনের মুখে একটি মাজানের টিউব আটকে নেওয়া হয়েছে। যাতে অকারণে জল পড়ে নষ্ট না হয় সে জন্য তার মুখের ঢাকনাটিও আটকানো। প্রয়োজন মত সেই ঢাকনা খুললেই ফোয়ারার মত জল বেরিয়ে এসে পড়ছে বালতিতে। কাজ মিটলে আটকে দেওয়া হচ্ছে ঢাকনা। তখন আর জল নষ্ট হওয়ার কোনও উপায় নেই বন্ধ ঢাকনা পেরিয়ে বাইরে বেরোতে পারছে না জল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy