আবার দুর্ঘটনার কবলে দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। এক রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শনিবার স্পেনের ভ্যালেন্সিয়ায় গিয়েছিলেন তিনি। তীব্র গতিতে রেসিং ট্র্যাকের উপর দিয়ে ছুটছিল তাঁর গাড়ি। হঠাৎ সামনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অজিতের গাড়ির। ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে শূন্যে ভেসে উঠে হাওয়ায় দু’বার পাল্টি খেল অভিনেতার গাড়ি। দুর্ঘটনার এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট অজিতের ম্যানেজার সুরেশ চন্দ্র।
আরও পড়ুন:
গাড়ি দুর্ঘটনার এই ভিডিয়ো নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করে সুরেশ জানিয়েছেন যে, অজিত সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এমনকি গাড়ি পাল্টি খাওয়ার পরেও প্রতিযোগিতা থেকে সরে আসেননি তিনি। রেসিং প্রতিযোগিতা শেষ হওয়ার পর ছবিশিকারিদের ক্যামেরায় হাসিমুখে ধরা দেন অজিত।
ভিডিয়োয় দেখা যায় যে, রেসিং ট্র্যাকে অজিতের গাড়ির সামনে একটি গাড়ি ছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পিছন দিকে ঘুরে যায়। সেই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় অজিতের গাড়ির। ধাক্কা লেগে দু’বার পাল্টি খেয়ে যায় তাঁর গাড়ি। এই ঘটনায় তিনি চোট পাননি বলে জানান অভিনেতার ম্যানেজার। বরং ১৪তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন অজিত। তবে এই প্রথম বার নয়, রেসিং করতে গিয়ে এর আগেও এক বার দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেতা।
চলতি বছরের জানুয়ারি মাসে এক রেসের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন অজিত। সেখানেই অনুশীলন চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর পোর্শে গাড়ি। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটছিল গাড়িটি। দক্ষিণী তারকা নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন। অনুশীলন চলাকালীন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে রেসিং ট্র্যাকের পাশের দেওয়ালে ধাক্কা মেরেছিল অজিতের গাড়ি।
ট্র্যাকের মধ্যেই বেশ কয়েক চক্কর খেয়েছিল গাড়িটি। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গিয়েছিল। গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও চোট পাননি অভিনেতা। রেসিং গাড়ি এবং বাইকের শখ রয়েছে অভিনেতার। রেসিং প্রতিযোগিতায়ও অংশ নেন তিনি।