জঙ্গলের মাঝে লেগেছে দুই দাঁতালের মারপিট। পায়ে পা লাগিয়ে ঝগড়া নয়। বরং শুঁড়ে শুঁড় লাগিয়ে লড়াই করছে দু’টিতে মিলে। দুই হাতির ধুন্ধুমার লড়াইয়ে আস্ত গাছই উপড়ে পড়ল মাটিতে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্ট.ইউনিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শুঁড়ে শুঁড় লাগিয়ে মারপিট করছে দুই হাতি। জঙ্গলের সাফারি করতে বেরিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। একটি হাতি অন্য হাতিকে ধাক্কা দিতে দিতে পিছনে ঠেলে দেয়। হার মানে দ্বিতীয় হাতিটিও।
জঙ্গলের ধুলোবালি উড়িয়ে লড়াই চালিয়ে যায় দু’টি হাতিই। শেষে দুই হাতির ধাক্কায় জঙ্গলের একটি গাছ উপড়ে মাটিতে পড়ে যায়। গাছটি পড়ে গেলেও দাঁতাল দু’টি নিজেদের সামলে নেয়। এই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সাফারি করতে বেরিয়ে এমন দৃশ্য দেখা সৌভাগ্যের ব্যাপার। দুই হাতির লড়াই দেখে গা শিউরে উঠল।’’