তরুণের তালুর উপর রাখা রয়েছে একটি ডিম। ডিম দেখে তালুর উপর উঠে আসছে একটি ছোট সাপ। হাঁ করে ধীরে ধীরে সাপটি গিলে ফেলল ওই ডিমটি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি খুব কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তির তালুর উপর রাখা রয়েছে একটি ডিম। সেই ডিমটি দেখার পর তালুর উপর মাথা গলিয়ে উঠে যেতে থাকে একটি ছোট সাপ। হাঁ করে আস্ত ডিমটি গপ করে গিলে ফেলে সাপটি। ধীরে ধীরে ডিমটি গিলতে গিলতে পেটের ভিতর ভরে নেয় ওই সাপটি। ফুলে যায় সাপের পেট। তবে এই ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি।
Snake gulping an entire egg bigger than its head pic.twitter.com/YN2TwWLaVd
— Nature is Amazing(@AMAZlNGNATURE) October 18, 2024
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘প্রকৃতি সত্যিই মাঝেমধ্যে অবাক করে দেয়।’’ অন্য দিকে ভি়ডিয়োটি দেখে আশঙ্কা প্রকাশ করে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘সাপটির অবস্থা দেখে ভয় লাগছে। ডিমটি যদি সাপের গলায় কোনও ভাবে আটকে যায়, তা হলে দম বন্ধ হয়ে মারাও যেতে পারে।’’