Advertisement
E-Paper

‘ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করা উচিত নয়’! নিদান ভারতের হারের ভবিষ্যদ্বাণী করা সেই আইআইটি বাবার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে-বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল।

Don’t believe in prediction, says IIT Baba who predicted about Ind vs Pak Champions Trophy match

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৪
Share
Save

ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করা একদম উচিত নয়। এই মন্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বিতর্কের মুখে পড়া সেই আইআইটি বাবা ওরফে অভয় সিংহের। যে বিষয়স্রষ্টার (কনটেন্ট ক্রিয়েটর) সঙ্গে সাক্ষাৎকারে আইআইটি বাবা সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, আবার সেই তাঁরই সঙ্গে কথা বলার সময়েই কারও ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস না করার নিদান দিলেন। তাঁকে ওই বিষয়স্রষ্টা ফোন করে জিজ্ঞাসা করেন, ‘‘এখন আপনি কী বার্তা দিতে চান।’’ উত্তরে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা তো এ ভাবেই খেলি। আমরা যখন খেলি তখন আমাদের জন্যই খেলি। কিছু বার্তা দেওয়ার নেই। ভবিষ্যদ্বাণী বা ওই ধরনের কিছুতে বিশ্বাস করা উচিত নয়। কারও কথা বিশ্বাস না করে নিজের বুদ্ধি প্রয়োগ করো।’’

আইআইটি বাবার সঙ্গে ওই বিষয়স্রষ্টার কথোপকথনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে-বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল। সেই খেলার তিন দিন আগে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় আইআইটি বাবাকে ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছিল। অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। ভাইরাল সেই ভিডিয়োয় আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছিল যে, “এ বার ভারত জিতছে না। নিশ্চিত যে ওরা হেরে যাবে।” ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেছিলেন, “আমি বলে দিলাম ভারত জিতবে না। ওরা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক!” তিনি এ-ও দাবি করেছিলেন, ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এ বারের ফলাফল ‘উল্টে’ দিয়েছেন। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দেয় সমাজমাধ্যমে। ক্ষোভপ্রকাশ করেন ভারতীয় দলের সমর্থকেরা।

তবে রবিবারের ম্যাচ শেষে দেখা যায় অভয়ের ভবিষ্যদ্বাণী মেলেনি। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের। আর তার পরেই ক্রিকেটপ্রেমীদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। সমাজমাধ্যমে মিমের বন্যা বয়ে যায় তাঁকে নিয়ে। কেউ কেউ তাঁকে অপয়া বলেও মন্তব্য করেন। এর পরেই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমাপ্রার্থনা করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভয় ওরফে আইআইটি বাবা। সেই পোস্টে তিনি লেখেন, ‘‘আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদ্‌যাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়। আমি কিন্তু মনে মনে জানতাম যে, ভারত জিতবে।’’

এর পর সুর আরও নরম করেছেন আইআইটি বাবা। কারও ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস না করার নিদান দিয়েছেন তিনি। যদিও তার পরেও ছাড় পাননি আইআইটি বাবা। নেটাগরিকদের একাংশ তাঁকে ভবিষ্যদ্বাণী বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। স্রেফ আলোকবৃত্তে থাকার জন্য আলটপকা মন্তব্য না করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। এক জন লিখেছেন, ‘‘আমার মনে হয় তিনি চর্চায় থাকার জন্যই এই সব মন্তব্য করেছেন। ওঁর কথা পাত্তা দেওয়ার দরকার নেই।’’

IIT Baba Viral Video Mahakumbh 2025 india-pakistan match

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}