চলতি বছর নাকি ভিন্গ্রহী আক্রমণ করবে পৃথিবীকে। হাজার হাজার মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে গিয়ে বসবাস শুরু করবেন। পৃথিবীর বুকে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরের গভীরে দেখা মিলবে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর, যার আয়তন নীল তিমির চেয়েও বেশি। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে এমনই একটি ‘প্রলাপকথনের’ ভিডিয়ো পোস্ট করে দিনক্ষণ জানালেন স্বঘোষিত এক সময়যাত্রী (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘এলভিস.থম্পসন.৯২৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। চলতি বছর পৃথিবীতে যে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তা জানিয়েছেন এলভিস নামের ওই ব্যক্তি। সময়যাত্রী (টাইম ট্রাভেলার) হিসাবে নিজের পরিচয় দেন তিনি। স্বঘোষিত সময়যাত্রী জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল আমেরিকার ওকলাহোমায় এমন একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে যা কল্পনাতীত। ঘণ্টায় ১০৪৬ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে দাবি করেছেন তিনি। ২৭ মে দ্বিতীয় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে আমেরিকায়।
মানচিত্র থেকে টেক্সাসের মুছে যাওয়ার আশঙ্কাও রয়েছে। একে একে অন্য রাজ্যও এই পথ অনুসরণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে। তবে ষুদ্ধের ফলাফল যে আমেরিকার পক্ষে সুখকর হবে না তা-ও জানিয়েছেন এলভিস। সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ‘দ্য চ্যাম্পিয়ন’ নামের এক ভিন্গ্রহী পৃথিবী আক্রমণ করবে বলেও আগাম জানিয়েছেন এলভিস। শুধু তা-ই নয়, ভিন্গ্রহীর সঙ্গে ১২ হাজার বিশ্ববাসী অন্য গ্রহে গিয়ে বসবাস শুরু করতে পারেন। এমন ঘটনাও আন্দাজ করে ফেলেছেন তিনি। আমেরিকার ক্যারোলিনায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ১৯ সেপ্টেম্বর।
প্রশান্ত মহাসাগরের গভীরে নাকি বাস ‘সেরিন ক্রয়েন’ নামের ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর। নীল তিমির চেয়ে ছ’গুণ বড় এই প্রাণীর সন্ধান মিলতে পারে নভেম্বর মাসে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে হাসির রোল ওঠে। এক জন লিখেছেন, ‘‘সব গাঁজাখুরি। পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন গুজবও তো কম শুনলাম না।’’