ছবি: সংগৃহীত।
আকাশে থাকাকালীন যাত্রীবাহী বিমানের দরজা খুলে ফেললেন এক বিমানযাত্রী। ঘটনাটি যখন ঘটে তখন বিমানের ভিতরে ছিলেন ১৯৪ জন যাত্রী। মাটি থেকে প্রায় ২৫০ মিটার উপরে উড়ছিল বিমানটি। দরজা খোলায় যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বরাত জোড়ে খারাপ কিছু ঘটেনি। ঘটনাটি শুক্রবার ঘটেছ দক্ষিণ কোরিয়ার সিওলে। পুলিশ ওই বিমানযাত্রীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি যখন ঘটে তার কিছু ক্ষণের মধ্যেই দাগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের কিছু ক্ষণ আগেই ঘটনাটি ঘটে। দরজা খোলা অবস্থাতেই বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিমান সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে ১২ জন যাত্রীর আচমকাই শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়েছিল। তাঁদের অবতরণের সঙ্গে সঙ্গেই চিকিৎসার ব্যবস্থা করা হয়।
A passenger opened a door on an #Asiana #Airlines flight that later landed safely at a #South #Korean #airport Friday. pic.twitter.com/6VSdI7eevz
— rajni singh (@imrajni_singh) May 26, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy