কাপড় আকাচা পড়েছিল বহু ক্ষণ। তাই কাচাকুচি সেরে ফেলার জন্য ওয়াশিং মেশিনের (কাপড় কাচার যন্ত্র) ভিতর রেখে তা চালিয়ে দেওয়া হয়েছিল। যন্ত্রের কাপড় কাচার ধরন দেখেই মাথা ঘুরে গেল টিয়ার। মেশিনের উপর দাঁড়িয়ে সে বৃত্তাকার পথে ঘুরতে লাগল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘প্যারট.ইনস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ওয়াশিং মেশিনে কাপড় কাচা চলছে। মেশিনের ভিতর ঘূর্ণনের ফলে কাপড়গুলি যেমন ঘুরছিল তা দেখেই সমানতালে মেশিনের উপর ঘুরছিল টিয়াটিও। ওয়াশিং মেশিনের উপর গোল গোল করে ঘুরে ভারী মজা পেয়েছে সে। মেশিনের ভিতর তাকিয়ে কিছু ক্ষণের জন্য থামল টিয়াটি।
তার পর আবার ঘুরতে শুরু করল সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে পাখির এই আচরণ দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘টিয়াটি কাপড়গুলো ঘুরতে দেখে দারুণ মজা পেয়েছে কিন্তু। সে-ও মনে হয় ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে পড়তে চায়।’’