৪০তম জন্মদিন বলে কথা! এমন দিনে ভালবাসার মানুষকে কোনও চমক না দিলে হয়! স্ত্রীর জন্মদিনে তাই অন্য রূপে ধরা দিলেন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা মেটার সিইও মার্ক জ়ুকেরবার্গ। চকচকে নীল রঙের জাম্পস্যুট পরে মঞ্চে নাচ করলেন তিনি। আমেরিকান গায়ক বেনসন বুনে চলতি বছরে গ্র্যামির মঞ্চে যে ভাবে পারফর্ম করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন, স্ত্রীর জন্মদিনে মঞ্চে উঠে অবিকল বেনসনের পারফরম্যান্সই অনুকরণ করতে দেখা গেল মেটার কর্তাকে।
বেনসন যে পোশাক পরেছিলেন, জ়ুকেরবার্গের পরনেও দেখা গেল একই পোশাক। নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন জ়ুকেরবার্গ নিজেই। ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘স্ত্রীর ৪০ বছরের জন্মদিন এক বারই আসে।’’ পোশাকের জন্য বেনসনের নামও উল্লেখ করেছেন তিনি।
চলতি বছরে গ্র্যামির মঞ্চে দর্শকাসনে বসে থাকতে দেখা গিয়েছিল বেনসনকে। তাঁর পরনে ছিল স্যুট-প্যান্ট। পকেট থেকে মাইক বার করে গাইতে শুরু করেন বেনসন। তার পর দুই তরুণী এসে তাঁর স্যুট খুলে ফেলেন। প্যান্টটি খুলে হাওয়ায় উড়িয়ে দেন বেনসন নিজেই। স্যুটের তলায় চকচকে নীল রঙের বুকখোলা জাম্পস্যুট পরে থাকতে দেখা যায় তাঁকে। গান গাইতে গাইতে মঞ্চে উঠে পড়েন বেনসন।
স্ত্রী প্রিসচিলা চ্যানের জন্মদিনে তাঁকে চমক দিতে বেনসনের হাবভাবই অনুকরণ করলেন জ়ুকেরবার্গ। প্রথমে টাক্সি়ডো পরে মঞ্চে ওঠেন তিনি। তার পর তাঁর পোশাক খুলে নিয়ে যান মঞ্চে উপস্থিত তরুণ-তরুণী। প্যান্টটি নিজেই খুলে হাওয়ায় উড়িয়ে দিলেন বেনসনের মতো। জ়ুকেরবার্গের পরনে নীল জাম্পস্যুট। হাতে মাইক নিয়ে মঞ্চের এ দিক-সে দিক লাফাতে শুরু করলেন তিনি। মেটার সিইও-র হাবভাব যে একেবারেই উধাও! স্বামীর কাণ্ড দেখে হাসতে শুরু করলেন প্রিসচিলা।