হাতে মেহন্দি পরে বারান্দায় দাঁড়িয়েছিলেন তরুণী। রাত পোহানোর পরেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন তিনি। তা নিয়েই নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তাঁর। হঠাৎ তাঁর বাড়ির সামনে এসে দাঁড়াল কালো রঙের একটি গাড়ি। গাড়ির দরজা খোলা। খোলা দরজার সামনে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন তরুণ। সামনের আসনে দাঁড়িয়ে থাকা তরুণ আবার তরুণীর দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করে নাচ করতে শুরু করেছেন।
আরও পড়ুন:
তরুণের হাবভাব দেখেই বারান্দা থেকে ছুটে নীচে নেমে গেলেন তরুণী। হাতে হাত রাখলেন তরুণের। চোখের সামনে এক টুকরো বলিউড দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ফিল্মসবাইগফ্ফর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কয়েক জন তরুণ গাড়ির খোলা দরজার সামনে দাঁড়িয়ে নাচ করছেন। এক তরুণীর বাড়ির সামনে গিয়ে তাঁদের গাড়ি থামল। বারান্দায় মেহন্দি পরে দাঁড়িয়েছিলেন তরুণী। গাড়ির সামনে থাকা তরুণকে দেখে তাড়াতাড়ি নীচে নেমে পড়লেন তরুণী। সদর দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি। তরুণীর দিকে এগিয়ে গেলেন ওই তরুণও।
ঘটনাটি পাকিস্তানে ঘটেছে। তরুণের নাম খোয়াজা আলি আমির। বিয়ের আগের দিন চমক দিতে হবু বৌয়ের বাড়ির সামনে বন্ধুদের নিয়ে হাজির হলেন আলি। তরুণীর নাম আতিকা আলি খোয়াজা। শাহরুখ খান অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ‘সাজনজি ঘর আয়ে’ গানটি বাজিয়ে নাচ করছিলেন হবু বর। তাঁর সঙ্গে নাচ করছিলেন আলির বন্ধুরা। বাড়ি থেকে বেরিয়ে আলির হাত ধরে নাচতে শুরু করেন আতিকা। এই শুভ মুহূর্তের দৃশ্য ধরা চিত্রগ্রাহক শিল্পীর ক্যামেরায়।