
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে দুবাইয়ে। রবিবার সেখানেই চলছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। শতরান করে ম্যাচের নায়ক বিরাট কোহলি। বল হাতে মাত করেছেন হার্দিক-কুলদীপরা। তবে খেলার বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন হার্দিক পাণ্ড্য।

ভারত-পাকিস্তানের ম্যাচে ব্যাটিংয়ে বিশেষ অবদান না রাখতে না পারলেও বল হাতে জাদু দেখিয়েছেন হার্দিক। ক্রিকেট অনুরাগীদের নজরে পড়ে হার্দিকের ঘড়িও। বিশেষ ম্যাচের বিশেষ সাজগোজ হিসাবে বিদেশি বিলাসী সংস্থা রিচার্ড মিলের বিশেষ সংস্করণ ‘টারবিলন রাফায়েল নাদাল স্কেলিটন ওয়াচ’ পরেছিলেন তিনি। এর দাম ৮ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ কোটি ৯৩ লক্ষ টাকার সমান।