এই সেই কেক। ছবি: টুইটার।
এক খাদ্য সরবরাহকারী সংস্থার অ্যাপ থেকে কেক অর্ডার করেছিলেন মুম্বইয়ের মহিলা। অর্ডারও এল। তবে কেকের প্যাকেট খুলে হতবাক মহিলা। কেকের উপর লেখা, ‘দয়া করে ৫০০ টাকার খুচরো আনবেন।’ ওই মহিলা কেকের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন।
মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের ওই মহিলা একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লিখতে হবে তা-ও ফোনে জানিয়ে দেন ওই মহিলা। কিন্তু কেকের প্যাকেট খুলে তিনি দেখেন, তিনি যা নির্দেশ দিয়েছিলেন তা তো লেখা হয়েইনি, উল্টে খুচরো পাঠনোর কথা লিখে পাঠিয়েছেন কেক বিক্রেতা!
মহিলা কেকের উপর লেখা নিয়ে ওই ছবি শেয়ার করার পরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
So I ordered a cake from a renowned bakery in Nagpur, through #Swiggy. In the order details I mentioned “Please mention if the cake contains egg”. I am speechless after receiving the order pic.twitter.com/WHN0Ht20r0
— Kapil Wasnik (@kapildwasnik) May 20, 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy