Advertisement
২২ অক্টোবর ২০২৪
viral video of metro

মেট্রোর মহিলা কামরায় পুরুষ যাত্রী, থামতেই জুটল চড়-থাপ্পড়! ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

কয়েক জন পুরুষ দিল্লি মেট্রোর একটি মহিলা কামরায় উঠে পড়েছিলেন। এ নিয়ে কামরার মহিলা সহযাত্রীরা আপত্তি জানিয়েছিলেন।

ছবি: প্রতীকী ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১১:১৯
Share: Save:

দিল্লি মেট্রোর মহিলাদের জন্য নির্দিষ্ট কামরায় উঠেছিলেন পুরুষ যাত্রীরা। সেই অপরাধে জুটল কড়া শাস্তি। নিয়ম ভেঙে যে সব পুরুষ কামরায় উঠেছিলেন তাঁদের টেনেহিঁচড়ে নামিয়ে দিলেন মহিলা পুলিশ আধিকারিকেরা। উপরি ‘শাস্তি’ হিসাবে জুটল চড়-থাপ্পড়ও। মহিলা পুলিশ ও মহিলা যাত্রীরা নামার সময় পুরুষ যাত্রীদের উপর ‘প্রতিশোধ’ নিলেন এ ভাবেই। সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে যা দেখে হতবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। রোসি নামের এক তরুণীর অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রো স্টেশনে কয়েক জন মহিলা ও পুরুষ রেলপুলিশ কামরার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনটি থামার পর দরজা খুলতেই ভিতর থেকে পুরুষ যাত্রীদের হাত ধরে টেনেহিঁচড়ে নামিয়ে দেন পুলিশকর্মীরা। প্রত্যেক পুরুষকেই শাস্তি হিসাবে চড় মারতে দেখা যায় পুলিশকর্মীদের। সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েক জন পুরুষ দিল্লি মেট্রোর একটি মহিলা কামরায় উঠে পড়েছিলেন। এ নিয়ে কামরার মহিলা সহযাত্রীরা আপত্তি জানিয়েছিলেন। যার ফলে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ট্রেন থামতেই এ ব্যাপারে হস্তক্ষেপ করেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ এবং মহিলা যাত্রীদের আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখে খানিকটা হতভম্ব হয়ে যান পুরুষ যাত্রীরা। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ক্ষোভের সৃষ্টি করেছে। দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী। পাশাপাশি পুলিশের এই ধরনের শাস্তি দেওয়ার এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশ ও মহিলা যাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

অন্য বিষয়গুলি:

Delhi Metro RPF Viral Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE