Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Viral Video

এক পা চলন্ত ট্রেনে, অন্য পা এবং এক হাত প্ল্যাটফর্মে! ঘষতে ঘষতে কেরামতি দেখাচ্ছেন তরুণ

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রেনের কামরা থেকে ঝুলছেন দুই তরুণ। এর মধ্যে হঠাৎই এক জন নিজের এক পা প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন। পা ঘষতে ঘষতে ট্রেনের সঙ্গে এগিয়ে গেলেন তিনি।

Man performs dangerous stunts with moving train

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৯:১৭
Share: Save:

এক পা চলন্ত ট্রেনের কামরায়। অন্য পা এবং এক হাত ছুঁয়ে রয়েছে প্ল্যাটফর্মের মেঝে। দেহ শূন্যে ঝুলছে। রেলস্টেশনে এ রকম বিপজ্জনক ভাবে কেরামতি দেখাতে দেখা গেল এক তরুণকে। তাঁর পিছনে ট্রেনের কামরা থেকে ঝুলতে দেখা গেল অন্য এক তরুণকেও। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো হইচই এবং বিতর্কেরও সৃষ্টি করেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরা থেকে ঝুলছেন দুই তরুণ। এর মধ্যে হঠাৎই এক জন নিজের এক পা প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন। পা ঘষতে ঘষতে ট্রেনের সঙ্গে এগিয়ে গেলেন তিনি। কিছু ক্ষণ পরে ওই তরুণ একটি হাতও নামিয়ে দিলেন প্ল্যাটফর্মে। বাকি শরীর শূন্যে ঝুলতে থাকে। বিপজ্জনক ভাবে এগিয়ে যেতে থাকেন তিনি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে তাঁকে দেখতে থাকেন। দ্বিতীয় তরুণ ট্রেনের বাইরের দিকে ঝুঁকে থাকলেও বিশেষ কেরামতি তাঁকে করতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

গত ২১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটি বারেরও বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে দু’লক্ষের বেশি। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা সমালোচনার মুখে পড়েছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। ওই দুই তরুণের শাস্তি চেয়েও সরব হয়েছেন অনেকে।

অন্য বিষয়গুলি:

Viral Video train Stunt man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE