Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Wedding

বিয়ের রাতে বউ পালাল! ১৩ দিন ধরে কনের বাড়িতে অপেক্ষা বরের, তার পর কী হল

গত ৩ মে বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারে এক আত্মীয়ের সঙ্গে পালান কনে।

representative photo of man

কনের বাড়িতেই ১৩ দিন ধরে ছিলেন বর। —প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
জয়পুর শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৯:২৭
Share: Save:

ঘটা করে বিয়ে করতে গিয়েছিলেন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখলেন কনে উধাও। কনেকে না নিয়ে বাড়ি ফিরবেন না— এমনই গোঁ ধরে বসেন বরযাত্রীরা। ওই পাত্রীকেই বিয়ে করতে মরিয়া ছিলেন বর। তাই পাত্রীকে বিয়ে না করা পর্যন্ত সেখানেই বসে রইলেন তিনি। তার পর?

গত ৩ মে রাজস্থানের শিরোহি জেলায় বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারে এক আত্মীয়ের সঙ্গে পালান কনে। ঘটনা জানাজানি হতেই অস্বস্তিতে পড়ে কনেপক্ষ। বরপক্ষের কাছে ক্ষমাও চায় কনের পরিবার। কিন্তু, কনেকে না নিয়ে তাঁরা বাড়ি ফিরবেন না বলে জানিয়ে দেন বরযাত্রীরা। কনেকে না নিয়ে বাড়ি ফিরলে তাঁদের ভাবমূর্তি খারাপ হবে, এই কারণেই তাঁরা সেখানে থেকে যান।

এর পরে, থানায় তরুণীর নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরে ওই তরুণী এবং তাঁর আত্মীয়কে উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর কনে বাড়ি ফিরতেই আবার ঘটা করে বিয়ের আসর বসে। তার পরেই মধুরেণ সমাপয়েৎ ঘটে।

অন্য বিষয়গুলি:

Wedding Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE