একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মহিলা। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচীর। সোমবার রাঁচীর ‘রিমস’ বা আরআইএমএস হাসপাতালে সোমবার ৫ সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। মা এবং ৫ সদ্যোজাত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
এই খবর টুইট করে জানিয়েছেন রাঁচীর ওই হাসপাতাল কর্তৃপক্ষ। ঝাড়খণ্ডের চতর এলাকার বাসিন্দা ওই মহিলা। চিকিৎসক শশীবালা সিংহের তত্ত্বাবধানে মহিলার সন্তান প্রসব করানো হয়েছে। সদ্যোজাতদের ওজন কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। শিশুদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
रिम्स के महिला एवं प्रसूति विभाग में इटखोरी चतरा की एक महिला ने पांच बच्चों को जन्म दिया है। बच्चें NICU में डाक्टरों की देखरेख में हैं। डॉ शशि बाला सिंह के नेतृत्व में सफल प्रसव कराया गया। @HLTH_JHARKHAND pic.twitter.com/fdxUBYoPoP
— RIMS Ranchi (@ranchi_rims) May 22, 2023
আরও পড়ুন:
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেওয়ার খবর নতুন নয়। ২০১৪ সালে মণিপুরের এক মহিলাও ৫ সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে সেই সময় তাঁর ৫ সন্তানের মধ্যে কন্যাসন্তানের মৃত্যু হয়েছিল। চলতি বছরে বাংলাদেশের জামালপুরে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দেন মহিলা। ২০১৯ সালে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। গত বছর ওড়িশার এক মহিলাও একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন। একসঙ্গে ৪ জনের বেশি সন্তানের জন্ম নেওয়ার দৃষ্টান্তও রয়েছে। গত বছর একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে নজির গড়েছেন মরক্কোর এক মহিলা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এই খবর জানিয়েছিল।