Advertisement
E-Paper

গুগ্‌ল ম্যাপ দেখে রেললাইনে গাড়ি তুললেন মত্ত যুবক, আটকে গিয়ে ত্রাহি ত্রাহি চিৎকার! তার পর...

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মত্ত ওই যুবকের নাম আদর্শ রাই। তিনি বিহারের গোপালগঞ্জের গোপালপুরের বাসিন্দা। গোরক্ষপুরে একটি নৈশভোজে যোগ দিতে এসেছিলেন তিনি।

Man allegedly drunk drives onto rail tracks by follow Google maps in Uttar Pradesh, arrested later

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১১:১৩
Share
Save

মত্ত অবস্থায় গুগ্‌ল ম্যাপ দেখে বাড়ি ফিরছিলেন। গাড়ি নিয়ে সোজা রেললাইনে উঠে পড়লেন এক যুবক! ট্রেনে চাপা পড়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ শহরের ডোমিনগড় এলাকার। গুগ্‌ল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে মত্ত অবস্থায় ডোমিনগড় এলাকার রেললাইনে গাড়ি তুলে দেন তিনি। পরে রেলপুলিশ তাঁকে উদ্ধার করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মত্ত ওই যুবকের নাম আদর্শ রাই। তিনি বিহারের গোপালগঞ্জের গোপালপুরের বাসিন্দা। গোরক্ষপুরে একটি নৈশভোজে যোগ দিতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখান থেকে গভীর রাতে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু রাস্তা না চেনার কারণে ফেরার সময়েও ভরসা করেছিলেন গুগ্‌ল ম্যাপের উপরেই। কিন্তু বাড়ির সঠিক ঠিকানা না দিয়ে তিনি গুগ্‌লে শুধু নিজের গ্রামের নাম লিখেছিলেন।

খবর, ম্যাপের নির্দেশ মেনে গাড়ি চালাতে গিয়ে ডোমিনগড়ের কাছে একটি রেললাইনের ধারে চলে যান আদর্শ। মত্ত অবস্থায় ম্যাপ দেখে গাড়ি তুলে দেন রেললাইনে। গাড়িটি রেললাইনের একটি পাতে আটকে যায়। অনেক চেষ্টা করেও অজিত গাড়িটি সেখান থেকে বার করতে পারেননি। কিছু ক্ষণ পরে একটি মালগাড়ি ওই লাইনে চলে আসে। কিন্তু সৌভাগ্যক্রমে মালগাড়ির চালক সময়মতো গাড়িটি দেখতে পান এবং ব্রেক কষে গাড়ি থেকে মাত্র ৫ মিটার দূরে ট্রেন থামিয়ে দেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রেলপুলিশ। গাড়িটিকে রেললাইন থেকে সরানো হয়। ঘণ্টাখানেক পর রেললাইন পরিষ্কার হলে আবার এগিয়ে যায় মালগাড়িটি।

ঘটনার তদন্তের পর রেলপুলিশ জানিয়েছে যে, ওই যুবক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় তাঁকে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত ভাবে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।

Uttar Pradesh Bizarre Incident Indian Railway

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}