প্রতীকী ছবি।
প্রকৃতির গহীনে রোজ কত কিছুই ঘটে। তার টুকরো টাকরা মুহূর্ত যখন ছিটকে চলে আসে ‘সভ্য’ জগতে, তখন তা বিস্ময় জাগায়। ঠিক যেমন হয়েছে মধ্য প্রদেশের পান্না অভয়ারণ্যে রেকর্ড করা একটি ভিডিয়োর ক্ষেত্রে। একটি লেপার্ডের শিকারের দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। শিকার ধরার সময় একটি লেপার্ড কতটা পরিশ্রমী আর মনযোগী হতে পারে তা দেখেই অবাক হয়েছেন মানুষ।
ভিডিয়োয় দেখা যায়, গাছের উপরের ডালে বসে থাকা একটি বাঁদরকে ধরতে প্রায় গাছের মগডালের কাছে উঠে পড়েছে একটি লেপার্ড। মুহূর্তেই তাকে নামতে দেখা যায় বাঁদরটির নিথর দেহ মুখে নিয়ে। গাছের অর্ধেকটা নেমে শিকার মুখে কিছুক্ষণ থমকে দাঁড়ায় লেপার্ডটি। সম্ভবত শিকারের উত্তেজনায় পেরিয়ে আসা উচ্চতা ঠাওর করছিল সে। তারপরই সেটি নীচে নেমে আসে।
চিতার শিকারের ওই ভিডিয়োটি নেট মাধ্যমে বহুবার শেয়ার হয়েছে। অনেকেই বলেছেন এতখানি উচ্চতায় উঠে চিতার বাঁদর শিকারের দৃশ্য বেশ বিরল।
1/n
— Panna Tiger Reserve (@PannaTigerResrv) May 29, 2022
A rare sight of a leopard hunting monkey in panna tiger reserve. pic.twitter.com/qHL81Pav75
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy