বাবর আজ়মকে খোঁচা কুণাল কামরার। —ফাইল চিত্র।
একে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। তায় প্রাক্তন ক্রিকেটার-সহ সমালোচকদের আক্রমণের খোঁচা। সব মিলিয়ে যেন দুর্দিন চলছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মের। বাবরের এই ‘দুর্দিনে’ তাঁর কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। পাক অধিনায়ককে কটাক্ষ মেশানো ছদ্ম-সান্ত্বনা দিয়ে বলেছেন, এ দুঃসময় ঠিক কেটে যাবে। যদিও ওই টুইটের পর ‘ট্রোলিংয়ের গোলায়’ বিদ্ধ হয়েছেন খোদ কুণাল।
প্রথম ম্যাচে রোহিত শর্মাদের কাছে হার। দ্বিতীয় ম্যাচে জ়িম্বাবোয়ের মতো ‘দুধের শিশুর’ কাছেও হারের তিক্ততা হজম করতে হয়েছে পাকিস্তানকে। টানা দু’টি ম্যাচেই শেষ বলে ম্যাচ হাতছাড়া করে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে বাবরবা। এ বার তাঁদের পক্ষে বিশ্বকাপে টিকে থাকার রাস্তা কঠিন। এর পরই বাবরকে কাঠগড়ায় তুলেছেন শোয়েব আখতারের মতো প্রাক্তন বোলার-সহ বহু ক্রিকেটপ্রেমী।
Dear Babar Azam this too shall pass 😂😂😂
— Kunal Kamra (@kunalkamra88) October 27, 2022
Arey Loafer do have sense ???? Babar genuinely supported Kohli when he is in bad phase , how can you troll with same words ??? More than Pakistan some toxic people like you are dangerous to India https://t.co/qw1qLJoKTo
— Vishal (@Vishal20059619) October 28, 2022
🙄🙄 Babar truly supported Kohli in his hard time. But you make funny of him, using his statement in his hard times 🤦♂️😤 https://t.co/8u1DiwRP0y
— Laughing Buddha (@Ashwinchezhiyan) October 28, 2022
বাবরকে সরাসরি আক্রমণ না করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে কুণাল লিখেছেন, ‘‘প্রিয় বাবর আজ়ম, এ (দুঃসময়)-ও কেটে যাবে।’’ এ টুইটের সঙ্গে হেসে লুটোপুটি খাওয়ার একটি ‘ইমোজি’ও জুড়ে দিয়েছেন কুণাল। এর পরেই কুণালের বিরুদ্ধে গোলাগুলি ধেয়ে এসেছে। অনেকেই কুণালকে মনে করিয়ে দিয়েছেন, বিরাট কোহলির ব্যাটে দীর্ঘ দিন রানের খরা চলাকালীন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন পড়শি দেশের বাবরই। তাই তাঁর দুর্দিনে এ হেন খোঁচা দেওয়াটা ঠিক নয়। টুইটারে এক জনের মন্তব্য, ‘‘আপনার কি কোনও বোধবুদ্ধি নেই??? কোহলির দুঃসময়ে বাবর সত্যিই ওঁকে সমর্থন করেছিলেন। এ ধরনের কথা কী ভাবে বলতে পারেন??? পাকিস্তানের থেকেও আপনার মতো কিছু বিষাক্ত লোকেরা ভারতের পক্ষে বিপজ্জনক!’’
আর এক জন সরাসরি কুণালকেই আক্রমণ করেছেন। লিখেছেন, ‘‘স্ট্যান্ডআপ কমেডিয়ানদের যা গুণমান— এ পৃথিবীতে আপনার মতো বড় জোকার আর নেই!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy