—প্রতীকী ছবি।
ভারতীয় তরুণ প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়া সবেতেই নানা অমিল রয়েছে। তবে ছুটির আবেদনেও এখন সেই পার্থক্য উঠে আসছে দেখে চমকাল সমাজমাধ্যম। ছুটি চেয়ে একজন ‘জেন জ়ি’ কর্মচারী তাঁর বসকে ইমেল করেছেন, ‘‘৮ই নভেম্বর আমি ছুটিতে থাকব। টাটা।’’ সম্প্রতি এমনই একটি পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
পোস্টটি সিদ্ধার্থ শাহ তাঁর নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই পোস্টটিতে তিনি ছুটি সংক্রান্ত মেলের স্ক্রিনশট ভাগ করে নিয়ে লিখেছেন, ‘‘দেখুন, কী ভাবে আমার জেন জ়ি কর্মচারীরা ছুটির আবেদন করে।’’ ভাইরাল সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, কোনও এক কর্মচারী তাঁর কাছে এমন ভাষায় ছুটির আবেদন করেছেন।
পোস্টটি ভাগ করে নেওয়ার পরই সেটি ঝড়ের বেগে ভাইরাল হয়। কর্মক্ষেত্রের তথাকথিত শিষ্টাচার নিয়ে আলোচনারও সৃষ্টি করেছে ভাইরাল হওয়া এই পোস্টটি। কেউ কেউ সেই কর্মচারীর তাঁর বস্কে স্পষ্ট ভাবে ছুটির ব্যাপারে জানিয়ে দেওয়ার এই প্রবণতাকে বাহবা জানালেও, কিছু মানুষ সেটির বিরোধিতাও করেছেন। ইতিমধ্যে ২৬ হাজারেরও বেশি লোক পোস্টটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। পোস্টটি দেড় হাজারেরও বেশি বার পুনরায় পোস্ট হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy