ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাজি ফাটিয়ে দীপাবলি উদ্যাপন করতে হস্টেল থেকে মাঠে বেরিয়ে এসেছিলেন কলেজের পড়ুয়ারা। কিন্তু বাজি ফাটানোর সময়েও পরীক্ষা করার সুযোগ ছাড়তে চাইলেন না তাঁরা। আবর্জনার পাত্র জোগাড় করলেন। তার পর মাঠের মধ্যেই উল্টো করে বসিয়ে দিলেন আবর্জনা ফেলার বড় পাত্রটিকে। এই পাত্রের তলায় রকেটবাজি রেখে তাতে আগুন ধরিয়ে দিলেন হস্টেলের ছাত্রেরা।
তার পর মাঠ থেকে দে ছুট! কিছু ক্ষণ অপেক্ষা করার পর সেই পাত্রটিকে নিয়েই হাওয়ায় উড়ল রকেটবাজিটি। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সিআইএস_টেলস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, হস্টেলের পড়ুয়ারা সকলেই আইআইটি ধানবাদের ছাত্র। আবর্জনার বড় পাত্রের তলায় রকেটবাজি ফাটালে তা কত উঁচুতে উড়তে পারে, তারই যেন পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে বাজি ফাটানোর পর তা কত জোরে ফাটতে পারে তা নিয়ে ভয়ও জেগেছিল ছাত্রদের মনে। সে কারণেই পাত্রের তলায় রকেটবাজি রেখে, আগুন ধরিয়ে মাঠ থেকে দৌড়ে পালিয়ে যান তাঁরা। রকেটবাজি ফাটার সময় পাত্রসমেত তা উড়ে গেল শূন্যে। চার তলা হস্টেলের ছাদ পেরিয়ে উড়ে গেল সেটি। তার পর আবার ধপ করে নীচে পড়ে গেল। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘আইআইটির ছাত্রেরা সব কিছু নিয়েই পরীক্ষানিরীক্ষা করেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy