বিড়ালছানাকে উদ্ধার করতে কুয়োয় ঝাঁপ দিল বাঁদর। ছবি টুইটার।
বাঁদর কিন্তু শুধুই বাঁদরামি করে না! পরোপকারও করে। পরিত্যক্ত কুয়োয় পড়ে গিয়েছিল একটি বিড়ালছানা। যা দেখে ব্যাকুল হয়ে উঠেছিল ওই বাঁদরটি। বিড়ালছানাকে বাঁচাতে বাঁদরের কাণ্ড দেখে হতবাক সকলে।
পরিত্যক্ত কুয়োয় জল নেই বললেই চলে। কাদায় ভর্তি কুয়ো। তার মধ্যেই কোনওভাবে পড়ে গিয়েছে বিড়ালছানা। কিছুতেই সেখান থেকে উঠতে পারছে না সে। হঠাৎ কুয়োর মধ্যে বিড়ালছানাকে দেখে ছটফট করতে লাগল বাঁদরটি। তার পর তাকে বাঁচাতে কুয়োর মধ্যে ঝাঁপ দিল সে। তার পর?
বিড়ালছানাকে কোলে করে উপরে ছুড়ে ফেলার চেষ্টা করল বাঁদরটি। কিন্তু প্রচেষ্টা সফল হল না। বিড়ালছানাকে জড়িয়ে ধরে আশপাশে তাকাল। তার পর কুয়োর উপরে উঠে এল বাঁদরটি। অন্য একটি বাঁদরের সাহায্য চাইল সে। কিন্তু তাতে খুব একটা লাভ হল না। এর পর আবার কুয়োর মধ্যে লাফ মারল বাঁদরটি।
Witness the most heartwarming monkey rescue ever! pic.twitter.com/zYuYxIkLme
— CCTV IDIOTS (@cctvidiots) April 16, 2023
এই সময়ই সেখানে যান এক মহিলা। ব্যাপারটি দেখে তিনি কুয়োর মধ্যে নেমে বিড়ালছানাটিকে উদ্ধার করেন। দীর্ঘ ক্ষণ কর্দমাক্ত কুয়োয় আটকে থেকে বিড়ালের সারা শরীরে কাদা। উদ্ধারের পর বিড়ালছানাটিকে পরিষ্কার করেন ওই মহিলা। সেই সময় পাশে ঠায় বসেছিল বাঁদরটি। বিড়ালছানাকে জড়িয়ে ধরে সে কী আদর বাঁদরটির। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার, তা অবশ্য জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy