বন্ধুর সঙ্গে রামসামুজ। ছবি : টুইটার থেকে।
পাখির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন উত্তরপ্রদেশের রামসামুজ যাদব। রোজ সেই পাখিকে হাতে করে দানা খাওয়ান। আবার ধান মাঠে দু’জনে ধরাধরিও খেলেন। লম্বা দু’পায়ে টলমল করতে করতে বন্ধু পাখি তেড়ে যায় তাঁকে। তিনিও ভয় পাওয়ার ভান করে উর্ধ্বশ্বাসে দৌড়ন। দুই বন্ধুর খুনসুটির সেই ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
উত্তরপ্রদেশের মাউয়ের বাসিন্দা রামসামুজ। আর তাঁর বন্ধু পাখি একটি সারস। লাল মাথা লম্বা ঠোঁটের পাখিটির সঙ্গে দিনের অনেকটা সময় কাটান রামসামুজ। চাষের ক্ষেতে পাশাপাশি ঘুরে বেড়ান দু’জনে। রাম সামুজ জানিয়েছেন, সারসটিকে এক বার একটি খামারে দেখতে পেয়ে খেতে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই সেটি তাঁর কাছে আসতে শুরু করে। এখন সারসটির সঙ্গে বন্ধুত্বই হয়ে গিয়েছে রামসামুজের। তবে বন্ধুকে তিনি নিজের বাড়িতে বন্দি করে রাখেননি। সারসটি গোটা গ্রামেই ইচ্ছামতো ঘুরে বেড়ায়। তবে রামসামুজকে দেখলেই এগিয়ে আসে।
বেশ কিছুদিন আগে এই উত্তরপ্রদেশেরই এক যুবক মহম্মদ আরিফের সঙ্গে এক সারসের বন্ধুত্বের খবর ভাইরাল হয়েছিল। রাম সামুজের ভিডিয়োটি দেখে আরিফের কথাও মনে পড়ছে নেটাগরিকদের।
#WATCH | Heartwarming bonhomie between a Sarus crane and Mau's Ramsamuj Yadav in Uttar Pradesh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 15, 2023
I had found it on the farm where I had fed it once. After feeding it twice initially, it started to come to me repeatedly. It roams around freely in the village: Ramsamuj Yadav pic.twitter.com/W9Fw3Ozwdu
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy