আংটিবদল হয়ে গিয়েছে। প্রথা অনুযায়ী এ বার স্ত্রীকে চুমু খাওয়ার পালা। কিন্তু স্ত্রী যে তরুণের চেয়ে উচ্চতায় লম্বা। চুমু খাওয়ার সময় নাগাল পেতেই মুশকিল হয়ে যাবে তাঁর। তাই চেয়ারের উপর উঠে খানিকটা লম্বা হয়ে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘সল্টশেকারফিল্মস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, সাদা গাউন পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এক তরুণ। সিডনির একটি বিয়ের অনুষ্ঠানের দৃশ্য এটি। প্রথা অনুযায়ী, আংটিবদলের পর নবদম্পতির চুমু খাওয়ার কথা।
তবে তরুণীর উচ্চতা তাঁর স্বামীর চেয়ে খানিকটা বেশি। সকলের সামনে স্ত্রীকে চুমু খেতে গিয়ে যদি নাগাল না পাওয়া যায় সেই ভেবে আগে থেকেই বিকল্প ব্যবস্থা করে রেখেছিলেন তরুণ। স্ত্রীকে আংটি পরিয়েই হাততালি দিলেন তরুণ। সঙ্গে সঙ্গে একটি ‘ফোল্ডেড’ (মোড়ানো) চেয়ার নিয়ে সেখানে হাজির হন অন্য এক তরুণ। চেয়ারটি খুলে মাটিতে পেতে দেন তিনি। সেই চেয়ারে ওঠার পর স্ত্রীর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেন পাত্র। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভালবাসায় সকল সমস্যার সমাধান পাওয়া যায়।’’