Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Viral

হালুয়া বানানো যায়, কেক, স্যুপ, তরকারিও, কিন্তু বাঁশি বাজানো যায় কি! গাজরের নতুন ‘রেসিপি’

কানাডাবাসী এক তরুণের সবজি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির চেষ্টার ফসল এই বাঁশি। নানারকম সবজিকে কেটেকুটে আরও নানা কারিকুরির মাধ্যমে বাজনা তৈরির চেষ্টা করেছেন তিনি।

গাজর দিয়ে তৈরি সেই বাঁশি।

গাজর দিয়ে তৈরি সেই বাঁশি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২৩:৩৭
Share: Save:

এই ‘রেসিপি’ দেখে যদি কেউ বলেন, বাঁশি কেন খায়! তবে তাঁকে দোষ দেওয়া যাবে না। কারণ এই বাঁশি সত্যি কামড়ে খাওয়া যায়। আবার সুর তুলে বাজানোও যায়। কারণ, এ বাঁশি বাঁশ দিয়ে নয়, গাজর দিয়ে তৈরি।

কানাডাবাসী এক তরুণের সবজি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির চেষ্টার ফসল এই বাঁশি। নানারকম সবজিকে কেটেকুটে আরও নানা কারিকুরির মাধ্যমে বাজনা তৈরির চেষ্টা করেছেন তিনি। সেই ধারাবাহিক চেষ্টার শুরু হয়েছে গাজর দিয়ে।

প্রথমে গাজারটিকে কুরে নিয়ে তার পরে তাকে কেটে, চেঁচে, ধুয়ে নানা সহজ প্রক্রিয়ায় একটি বাঁশি বানানো হয়েছে। আর কি আশ্চর্য সেই বাঁশিতে ইচ্ছে মতো সুর উঁচু নিচুও করা যাচ্ছে। নিজের চেষ্টাকে ১০ এ ১০ দিয়েছেন ওই তরুণ। আপনি কত নম্বর দেবেন?

অন্য বিষয়গুলি:

Viral carrot Flute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE