Advertisement
০২ নভেম্বর ২০২৪
Viral News

মদ খেয়ে ট্রেন লাইনচ্যুত করার ইচ্ছা! লাইনে ৩০ কেজি কাঠের গুঁড়ি রেখে গ্রেফতার কৃষকনেতার পুত্র

পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানিয়েছেন, মত্ত অবস্থায় রাতের অন্ধকারে রেললাইনের উপর ওই গাছের গুঁড়ি রেখে দেন দেও এবং মোহন। যদিও সতর্ক ট্রেনচালক বিপদ বুঝে সময় মতো আপৎকালীন ব্রেক প্রয়োগ করে দুর্ঘটনা এড়ান।

Farmer leader son and aid arrested for keeping wood log in rail line in Uttar Pradesh

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১২:৪২
Share: Save:

ট্রেন লাইনচ্যুত করার উদ্দেশ্যে রেললাইনের উপর ৩০ কেজির কাঠের গুঁড়ি রাখার অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের এক কৃষক নেতার পুত্র-সহ দুই ব্যক্তি। অভিযোগ, গত ২৪ অগস্ট কাসগঞ্জ-ফারুখাবাদ প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত করার জন্য ভাতাসা এবং শামশাবাদ স্টেশনের মাঝে একটি কাঠের গুঁড়ি রেখে দিয়েছিলেন দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ফারুখাবাদের ওই কৃষকনেতার পুত্রের নাম দেও সিংহ। সহযোগীর নাম মোহন কুমার।

পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানিয়েছেন, মত্ত অবস্থায় রাতের অন্ধকারে রেললাইনের উপর ওই গাছের গুঁড়ি রেখে দেন দেও এবং মোহন। যদিও সতর্ক ট্রেনচালক বিপদ বুঝে সময় মতো আপৎকালীন ব্রেক প্রয়োগ করে দুর্ঘটনা এড়ান। এর পরেই তদন্ত চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার আরও জানিয়েছেন, পুলিশি জেরায় দু’জনেই নিজেদের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘দুই অভিযুক্ত দেও সিংহ এবং তাঁর সহযোগী মোহন কুমারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মদের নেশায় রেললাইনে কাঠের গুঁড়ি রেখে দেওয়ার কথা দু’জনেই স্বীকার করেছেন।’’

মঙ্গলবার অভিযুক্তদের আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

অন্য বিষয়গুলি:

Viral Uttar Prasdesh train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE