ছবি টুইটার।
আগে আখ দাও, না হলে রাস্তা ছাড়ব না— আখবোঝাই লরির পথ আটকে দাঁড়িয়ে বোধহয় এ কথাই বলছিল দু’টি হাতি!
দু’পাশে জঙ্গল। মধ্যে ঝকঝকে রাস্তা। সেই রাস্তা ধরেই আখ বোঝাই করে আসছিল একটি লরি। সে সময় ছানাকে (হস্তিশাবক) নিয়ে রাস্তা পার হচ্ছিল একটি হাতি। লরির পথ আগলে দাঁড়িয়ে পড়ল তারা।
What will you call this tax. pic.twitter.com/ypijxlSY5t
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 24, 2022
হাতিকে দেখে দাঁড়াল লরিও। কিন্তু কিছুতেই পথ ছাড়ছে না হাতি। এমন সময় লরির উপর থেকে এক ব্যক্তি রাস্তার পাশে আখ ফেলে দিলেন। তার পরই লরির পথ ছেড়ে ওই আখ মুখে নিয়ে খেল হাতি দু’টি।
এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। আর তা টুইট করেছেন প্রবীণ কাসওয়ান নামে বন দফতরের এক আধিকারিক। আর এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এ ভাবে বন্যপ্রাণীদের খাবার খাওয়ানো নিয়ে সকলকে সতর্ক করেছেন ওই আধিকারিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy