আকাশে চড়া রোদ। একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে সে। দেখে মনে হবে যেন, রোদ পোহাচ্ছে। যত দূর দেখা যায়, চারপাশে জঙ্গল। পাশে আর কেউ নেই। একা একা দাঁড়িয়ে রয়েছে সে। এমন সময়ই একটা কাণ্ড ঘটল। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন।
আরও পড়ুন:
সে আর কেউ নয়, একটি হস্তীশাবক। রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ছিল সে। আচমকাই চোখ ঘষল হাতিটি। ভাবছেন নিশ্চয়ই, হাতি আবার কী ভাবে চোখ ঘষবে! আসলে শুঁড় দিয়ে চোখ ঘষল হাতিটি।
An elephant uses its trunk for a very wide spectrum of activities: for breathing and exploring things, to pick up and throw objects, as a snorkel when swimming under water and even to rub an itchy eye
— Massimo (@Rainmaker1973) April 16, 2023
[read more: https://t.co/uWYuWo6fuI]pic.twitter.com/yVGaYtfeg9
আরও পড়ুন:
সাধারণত, চোখ কিরকির করলে আমরা অনেক সময়ই হাত দিয়ে ঘষি। তা হলে কি হাতিরও চোখ কিরকির করছিল? এই কাণ্ড দেখে অনেকেই এই প্রশ্ন তুলেছেন। হাতিটির চোখ ঘষার এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকায় তোলা হয়েছে, তা জানা যায়নি।
সমাজমাধ্যমে হাতির নানা কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে। ওই সব ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরালও হয়ে যায়। এ বার হাতির তেমনই একটি ভিডিয়োতে মজেছেন সকলে।