সিংহকে নিয়ে সার্কাসে খেলা দেখানোর সময় বিপত্তি। ছবি টুইটার।
সার্কাস দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। সার্কাসের খাঁচায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ২ সিংহ। আর তাদের নিয়ে খেলা দেখাচ্ছেন দুই প্রশিক্ষক। কিন্তু কিছুতেই যেন সার্কাস দেখাতে চাইছে না ২ পশুরাজ। প্রশিক্ষকদের কথাই যেন শুনছে না তারা।
কথা না শোনায় মাঝেমধ্যেই ২টি সিংহের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন প্রশিক্ষকরা। কিন্তু পশুরাজ বলে কথা, সে কি আর ওই লাঠিকে ভয় পায়! গোল রিঙের মধ্যে লাফ দেবে সিংহেরা। কিন্তু কিছুতেই সেই খেলা দেখাচ্ছিল না তারা। আর তাদের নিয়ে রীতিমতো হিমশিম খেতে হল প্রশিক্ষকদের। এই সময়ই ঘটে গেল সেই কাণ্ড।
Luoyang, Henan, China
— We Are Not Food (@WeAreNotFood) April 16, 2023
Everything went wrong!
It is clear that these animals do not want to do these silly tricks. Leave the animals alone and let them live their lives in peace.
I think these lions look skinny. How are they punished now? Beating and starving?#animalcruelty pic.twitter.com/ypkV4HNx7c
আচমকাই সার্কাসের খাঁচা থেকে বাইরে চলে গেল ২টি সিংহ। যা দেখা মাত্রই দর্শকাসনে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গেল। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি চিনের হেনান প্রদেশের লুওায়াংয়ের। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। পরে ২টি সিংহকে খাঁচায় বন্দি করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy