Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Viral Post

শাহরুখের ছবির গানে খুদে চিনা ভক্তের নাচ, দেখে পাঠানপ্রেমীরা বলছেন, ‘এ তো চিনেপটকা’

এমনিতে বাদশার খ্যাতি বিশ্বজোড়া। হলিউডেও অনেক বন্ধু বান্ধব আছে তাঁর। আবার চিনের তারকা অভিনেতা জ্যাকি চ্যানও শাহরুখের ভাল বন্ধু।

a Chinese boy grooving to the song Aankhein Khuli from Shah Rukh Khan’s film Mohabbatein.

প্রায় এক মিনিটের ভিডিয়োয় ছোট্ট শাহরুখ ভক্তকে দেখা যাচ্ছে মহব্বতে ছবির ‘‘আঁখে খুলি হো ইয়া হো বন্ধ..’’ গানটির সঙ্গে  চুটিয়ে নাচতে।  ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৯
Share: Save:

পাঠান-জ্বরে এখনও আচ্ছন্ন দেশ, বিদেশের শাহরুখপ্রেমীরা। তবে কিং খান ম্যানিয়া যে সীমান্ত পেরিয়ে চিনেও গিয়ে পৌঁছেছে, তা জানা গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। চিনের এক খুদে শাহরুখ-ভক্তকে সেখানে দেখা যাচ্ছে তার প্রিয় তারকার গানের তালে নাচতে। তবে সেই নাচের স্টাইল দেখে বাক্যহারা হওয়ার জোগাড় কিং খানের ভক্তদের।

এমনিতে বাদশার খ্যাতি বিশ্বজোড়া। হলিউডেও অনেক বন্ধু বান্ধব আছে তাঁর। অভিনেতা জ্যাকি চ্যান শাহরুখের ভাল বন্ধু। তবে চিনের নাগরিকদের বলিউড প্রেম নিয়ে খুব বেশি আলোচনা হতে দেখা যায়নি কখনওই। তাই শাহরুখের এই খুদে ভক্তের ভিডিয়ো আরও নজর কেড়েছে।

প্রায় এক মিনিটের ভিডিয়োয় ছোট্ট শাহরুখ ভক্তকে দেখা যাচ্ছে মহব্বতে ছবির ‘আঁখে খুলি হো ইয়া হো বন্ধ..’ গানটির সঙ্গে চুটিয়ে নাচতে। ভিডিয়োটি ওই চিনা বালকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই পোস্ট করা হয়েছে। বিবরণে লেখা, ‘‘আশা করি আমার নাচ তোমাদের আনন্দ দেবে।’’ তবে নেটাগরিকরা যে সত্যিই আনন্দ পেয়েছেন তা একবাক্যে মেনেছেন তাঁরা। কেউ লিখেছেন, ‘‘এ নাচ দেখলে মন ভাল হতে বাধ্য।’’ কেউ আবার লিখেছেন আরে এ তো ‘‘চিনা পটকার প্যাকেট।’’ ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে ৮২ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Post Pathaan Shahrukh Khan Mohabbatein
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy