খেলবেন কি না জানতেন না। তেমন আশাও করেননি। তাই একটাই জার্সি নিয়ে মাঠে এসেছিলেন পঞ্জাব কিংসের ব্যাটার নেহাল ওয়াধেরা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর জানালেন নেহাল।
প্রথম একাদশে ছিলেন না। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নেমে করেছেন ২৫ বলে ৪৩ রান। তাঁর অপরাজিত ইনিংসে রয়েছে ৩টি চার এবং ৪টি ছয়। পঞ্জাবের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরে খুশি ওয়াধেরা। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘আমাদের এই জয়টা প্রয়োজন ছিল। শ্রেয়স আয়ারও খুব ভাল ব্যাট করেছে। আমাদের বোলারেরা ভাল বল করেছে। প্রভশিমরন সিংহ শুরুটা দারুণ করে। চাপ হালকা হয়ে যায় তাতে। মাঠে নেমে সমস্যা হয়নি। যদিও জানতাম না খেলার সুযোগ পাব।’’

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এর পর বলেছেন একটি জার্সি নিয়ে মাঠে আসার কথা। ওয়াধেরা বলেছেন, ‘‘একটাই জার্সি নিয়ে মাঠে এসেছিলাম। কারণ জানতাম না আমাকে খেলানো হবে। ব্যাট করতে নেমে নিজের স্বাভাবিক শট খেলার চেষ্টা করেছি। সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। শ্রেয়স ভাইয়ের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা দারুণ। নিজের মতো খেলতে দেয়। দু’বছর আইপিএলে খেলছি। কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সেটা এ বার পঞ্জাবের হয়ে কাজে লাগাতে চাই।’’
আরও পড়ুন:
প্রশংসা করেছেন পঞ্জাব কোচ রিকি পন্টিংয়েরও। ওয়াধেরার মতে পন্টিং বিশ্বের অন্যতম সেরা কোচ। কখন কাউকে খারাপ কিছু বলেন না। সব সময় ক্রিকেটারদের উৎসাহ দেন। কঠিন সময়ও পাশে থাকেন তিনি।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ