Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Viral Video

ব্যস্ত রাস্তায় মহিলা কনস্টেবলকে মারধর, জোর করে চুমু! ভাইরাল ভিডিয়োয় হইচই উত্তরপ্রদেশে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোরাদাবাদের রাস্তা দিয়ে হাঁটছেন এক মহিলা কনস্টেবল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর নাম আমরিন। এমন সময় এক বাইকচালক তাঁর সামনে এসে দাঁড়ান।

Biker and some other men stops lady Constable and behave inappropriately

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬
Share: Save:

প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে মারধর করা হল এক মহিলা কনস্টেবলকে। জোর করে চুমুও খাওয়া হল তাঁকে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে হইচই পড়েছে। তোলপাড় সমাজমাধ্যমও। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, একজন মহিলা কনস্টেবল যদি সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়? পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোরাদাবাদের রাস্তা দিয়ে হাঁটছেন এক মহিলা কনস্টেবল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর নাম আমরিন। এমন সময় এক তরুণ বাইকচালক তাঁর সামনে এসে দাঁড়ান। কিছু ক্ষণ দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলে। এর পর বাইক থেকে নেমে ওই তরুণ আমরিনকে চড় মারেন। মাটিতে ফেলে দেন তাঁকে। জোর করে চুম্বনও করেন। এর পর মাটি থেকে উঠে ওই যুবককে পাল্টা মারতে শুরু করেন আমরিন। তাঁদের আটকানোর চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত এক বৃদ্ধ। এর পর ওই তরুণ আমরিনকে ছেড়ে দিলেও আরও জনা কয়েক যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে মারধর শুরু করেন। তাঁর পেটে লাথিও মারা হয়। এর পর স্থানীয়দের হস্তক্ষেপে ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পুরো বিষয়টি ওই রাস্তায় থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করছেন মহিলা কনস্টেবল। তদন্তে নেমেছে পুলিশ। মোরাদাবাদ পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সিভিল লাইন্‌স পুলিশ স্টেশনের এক মহিলা কনস্টেবলের সঙ্গে কিছু লোকের দুর্ব্যবহার, হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’’

অন্য বিষয়গুলি:

Viral Video police Uttar Pradesh Lady Constable
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy