Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
google map incident

আবার গুগ্‌ল ম্যাপের ‘গুগলি’! পথ হারিয়ে এ বার কর্নাটকের জঙ্গলে পৌঁছল বিহারের পরিবার

গুগ্‌ল নির্দেশিত সংক্ষিপ্ত রাস্তায় প্রবেশ করতেই বিপত্তি বাধে। ঝুঁকিপূর্ণ রাস্তায় অজান্তেই গাড়ি নিয়ে প্রায় আট কিলোমিটার দুর্গম জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তাঁরা।

Bihar family follows GPS ends up deep in Karnataka forest with car

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩
Share: Save:

গুগ্‌ল ম্যাপের উপর ভরসা করে আবারও ফ‌্যাসাদে পড়ল এক পরিবার। বিহার থেকে গোয়া যেতে গিয়ে গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেল কর্নাটকের গভীর অরণ্যে। কর্নাটকের বেলাগাভি জেলার খানাপুরের জঙ্গলে আটকে পড়ে গাড়িতেই গোটা রাত কাটাতে হল তাদের। বনের ভিতরে প্রবেশ করার পর নেটওয়ার্কও হারিয়ে যায়। ফলে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্যা শুরু হয় শিরোলি এবং হেমাদাগার এলাকার কাছাকাছি একটি বনের মধ্য দিয়ে যাওয়ার সময়। গুগ্‌ল নির্দেশিত সংক্ষিপ্ত রাস্তায় প্রবেশ করতেই বিপত্তি বাধে।

ঝুঁকিপূর্ণ রাস্তায় অজান্তেই গাড়ি নিয়ে প্রায় আট কিলোমিটার দুর্গম জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তাঁরা। সেখান থেকে আর পথের হদিস দিতে পারেনি গুগল। বার বার চেষ্টা করেও ফেরার পথ খুঁজে পায়নি সেই পরিবার । বাধ্য হয়েই গাড়িতে রাত কাটান আরোহীরা। ভোর হওয়ার পর চার কিলোমিটার হেঁটে তাঁরা অবশেষে ফোনের নেটওয়ার্ক ফিরে পান। পুলিশকে ফোন করে সাহায্য চান তাঁরা। খবর পেয়ে জঙ্গল থেকে ওই পরিবারকে উদ্ধার করে পুলিশ।

এর আগেও গুগ্‌ল ম্যাপকে অনুসরণ করে নির্মীয়মাণ সেতু থেকে গাড়ি নিয়ে ২০ ফুট নীচে পড়ে মারা যান তিন যুবক। রাতের অন্ধকারে প্রবল গতিতে থাকা গাড়িটি উত্তরপ্রদেশের রামগঙ্গা নদীতে উঁচু থেকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। মারা যান তিন আরোহীই।

অন্য বিষয়গুলি:

Google Map GPS Bihar Karnataka Lost NAVIGATION Goa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy